গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে ক্রমাগত গরু চুরির ঘটনায় কৃষকরা উদ্বেগ উৎকন্টায় রয়েছে।
গত এক সপ্তাহে অন্তত ৯-১০জন দরিদ্র কৃষকের গোয়ালঘর গরু চুরির ঘটনায় এ আতঙ্কের কথা জানা যায়। গত শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে ওইগ্রামের জালাল উদ্দিন নামে এক দরিদ্র কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। এর পূর্বে চুনু মিয়া, দরছ মিয়া, মানিক মিয়া, আমির হোসেন, ছালেহ আহমদ, কালিপদ দাসের একটিসহ একসপ্তাহে অন্তত পনেরটি গরু চুরি হয়েছে বলে ভূক্তভোগী কৃষকরা জানান।
ক্ষতিগ্রস্ত কৃষদের কাছ থেকে জানা যায় স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র গরু চুরির সাথে জড়িত রয়েছে। এদের ব্যাপারে মুখখোলার কেউ সাহস পাচ্ছে না। এব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার সচেতনমহল, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রসাশনের কাছে জোর দাবী জানিয়েছেন।
Posted ২:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad