অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে রাস্তা নির্মাণ কাজে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বাঘার কালাকোনা (৮নং ওয়ার্ড) এলাকাবাসী এব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কালাকোনা গ্রামের লিটন চন্দ্র দেব, লায়েক মিয়া, মোঃ আলীম উদ্দিন, ফয়ছল আহমদ, মোঃ ছাবু মিয়া, রাহেল আহমদ, মোঃ লুৎফুর রহমান, সরাজ, নাজমুল হক, সাইফুর রহমানসহ একাধিক লোকজনের স্বাক্ষরিত অভিযোগে জানা যায় কালাকোনা অদাই মারার মসজিদ হতে বসন্ত খালের ব্রীজ পর্যন্ত রাস্তা নির্মাণ কাজে চরম দূর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়েছেন কাজের দায়িত্বে থাকা লোকজন।
এলাকাবাসী এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসারের সাথে এব্যাপারে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন এলাকাবাসীর একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।
Posted ১১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad