অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বসন্তপুরে এক গৃহবধূ (২৫) কে নৌকায় ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বসন্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বসন্তপুর গ্রামের মৃত ইয়াছিন আলী পারাবত এর ছেলে আবু বক্কর (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম গৃহবধূ ৫ফেব্রুয়ারী তার বাবার বাড়ী বসন্তপুর গ্রাম থেকে স্বামীর বাড়ী বাগলা নোয়াপাড়া যাওয়ার পথে আসামি আবু বক্কর নৌকার মাঝে থাকে জোরপূর্বক ধর্ষন করে। পরে আবু বক্করকে আসামি করে ৫জুলাই গোলাপগঞ্জ মডেল থানায় ভিকটিম গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন।
এপ্রেক্ষিতে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর নির্দেশনায় কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুরাদ উল্যাহ বাহারের নেতৃত্বে ও এসআই কামরুল হোসাইন পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে সোমবার রাতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad