অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের লক্ষিপাশায় আওয়ামীলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লক্ষিপাশা ইউপির কতোয়ালপুর (মাইজপাড়া) গ্রামে ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত শফির বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার একটি জানাযায় অংশ নিতে স্বপরিবারে উপজেলার আমনিয়ায় অবস্থান করছিলেন আব্দুল বাসিত শফি। বাড়ি ফাঁকা থাকার সুবাদে বাড়ির ৫টি তালা ভেঙে ঘরে থাকা ২টি ষ্টিল আলমিরা তছনছ করে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুবৃত্তরা। আব্দুল বাসিত শফি জানান, ঘরে থাকা ৬ভরি সোনা, নগদ লক্ষাধিক টাকা ও ইলেকট্রিক-ইলেট্রনিক্স মালামাল নিয়ে যায় দুবৃত্তরা। পরে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা গঠনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
Posted ৭:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৬ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad