আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি :
গরিব এন্ড এতিম ট্রাষ্ট ফান্ড ইউকের উদ্যোগে কানাইঘাটের হত দরিদ্র ৫ জন অসহায় ব্যক্তির মধ্যে আনুষ্ঠানিক ভাবে ৫টি নৌকা প্রদান করা হয়েছে। ২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ডাউকেরগুল আঙ্গারি টিলা সংলগ্ন গোমড়া বিলের ঘাটে এ নৌকা গুলো তুলে দেওয়া হয়।
উক্ত নৌকা বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গরিব এন্ড এতিম ট্রাষ্ট ফান্ড ইউকের সিলেট জেলা প্রতিনিধি বিশিষ্ট সমাজসেবী মাওলানা নাঈম উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য উপজেলা আওয়ামী লীগ নেতা কয়েছুর রহমান, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য উপজেলা যুবলীগ নেতা মুজির উদ্দিন, সিলেট শহরস্থ খাদিমপাড়া ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য বিশিষ্ট মুরব্বী তাজুল ইসলাম, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী বাহার হোসেন সাকিব।
এ সময় গরিব এন্ড এতিম ট্রাষ্ট ফান্ড ইউকের উদ্যোগে কানাইঘাটের ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৬নং ওয়ার্ডের দেওয়াটিলা গ্রামের মইয়ব আলী, ডাউকেরগুল গ্রামের মুছব্বির আলী ও ৪নং ওয়ার্ডের নারাইনপুর গ্রামের এনাম উদ্দিন, নারাইনপুর গ্রামের আছার উদ্দিন, নারাইনপুর গ্রামের লিলু মিয়াকে তাদের পরিবারের দরিদ্রতা মোচনের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে প্রত্যেককে ১টি করে নৌকা প্রদান করা হয়েছে। এছাড়াও নৌকা বিতরণ কালে এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
Posted ৩:০১ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad