শুক্রবার ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে দিরাইয়ে ড. জয়া সেনগুপ্তা এমপি

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯     231 ভিউ
খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে দিরাইয়ে ড. জয়া সেনগুপ্তা এমপি

আবু হানিফ চৌধুরী, দিরাই প্রতিনিধি: দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, সুস্থ্য ও কল্যাণমুখী জীবন গড়তে হলে শুধু পুঁথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না, পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। এতে শিক্ষার্থীদের দৈহিক ও মননশীল বিকাশ ঘটে। মানবিক গুলাবলি সম্পন্ন শিক্ষায় সুস্থ্য ও সুন্দর সমাজ অর্জিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় হলেই সুশিক্ষিত জাতি গঠন হবে। মঙ্গলবার দিরাই পৌরসদরের সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাতিত্বে ও প্রভাষক নারায়ন আচার্য এবং শিক্ষার্থী রেজুওয়ানা রহমান বুশরা’র যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, কলেজ পরিচালনা কমিটির নির্বাহী সদস্য প্রদীপ রায়, সিরাজ উদ দৌলা তালুকদার, সোহেল আহমদ। এছাড়াও বক্তব্য দেন ধনীর রঞ্জন রায়, রঞ্জন রায়, সুরঞ্জিত সেনগুপ্ত পলি টেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ মোঃ শাখাওয়াত হোসেন, প্রভাষক নয়ন দেবনাথ, মারুয়া মাহজুজা, অভিভাবক শেখুল ইসলাম, মোঃ সারোয়ার আলম, শিক্ষার্থী রাফিয়া বেগম, পূর্নিমা সাহা, সুমাইয়া আক্তার, রিপা দেবী প্রমুখ। আলোচনা সভা শেষে গ্রো-ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com