শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা নিজখামার এলাকায় সড়কের পাশে নোটের ছেঁড়া অংশ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে ১ হাজার, ৫০০, ১০০, ৫০, ২০ এমনকি ১০ টাকার নোটের অংশ ছিল। ছেঁড়া টাকা দেখে সড়কটিতে ভিড় করেন স্থানীয়রা। দেখে মনে হচ্ছে, মেশিন দিয়ে টাকাগুলো কুচি কুচি করে কাটা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করে রাস্তার পাশে টাকার ছেঁড়া অংশের স্তূপ দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, সেখানে বিভিন্ন ধরনের নোট কুচি কচি করে কাটা রয়েছে।
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ ব্যাংকের খুলনা আঞ্চলিক অফিস বন্ধ ছিল। ব্যাংকের এক কর্মকর্তা জানান, পুরনো ও ব্যবহার অনুপযোগী নোট ব্যাংকের পক্ষ থেকে কেটে কুচি কুচি করা হয়। এরপর সেগুলো পুড়িয়ে ফেলা হয়। কিন্তু ব্যাংকের পাশেই শিশু হাসপাতাল থাকায় নোটগুলো না পুড়িয়ে ডাস্টবিনে ফেলা হয়। সেখান থেকে কেসিসির কর্মীরা অন্যান্য বর্জ্যের সঙ্গে কাটা নোট নিয়ে রাজবাঁধ ডাম্পিং গ্রাউন্ডে ফেলে আসেন। সেখানে নিয়ে যাওয়ার সময় কিছু অংশ রাস্তায় পড়ে থাকতে পারে।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad