কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্বইসলামপুর ইউনিয়নের ২ নংওয়ার্ড দক্ষিণ কলাবাড়ী গ্রামের আরাফাত মেম্বারের বাড়ীর পাশেই ফরিদ মিয়ার জায়গায় সদ্য পোতা টিউবওয়েল থেকে বুদ বুদ করে গ্যাস উঠছে।
রোববার সকালে সেই গ্যাস পুড়িয়ে আনন্দ করতে বিপাকে পড়েন স্থানীয়রা। সাথে সাথে আগুন ধরে ছিটিয়ে পড়ে চারিপাশে। পরে নিয়ন্ত্রয়ন করতে না পারায় সিলেট ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।পরে ফায়ার সার্ভিস চারপাশে লাল নিশানা গেড়ে সাবধান নামক সীমানা চিহ্নিত করেন। সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সরকারিভাবে ওই গ্যাস উত্তোলনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সিলেট ফায়ার সার্বিসের সিনিয়র ষ্টেশন অফিসার এস. এম হুমায়ুন কারনাঈন সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রয়ন করে চারপাশে লাল নিশানা গেড়ে সাবধান নামক সীমানা চিহ্নিত করে দিয়েছি।
Posted ১২:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad