আলী হোসেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে একটা ৩০ মিনিট পর্যন্ত বিজিবি, পুলিশ ও আরএনবি সদস্যদেরকে নিয়ে এ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২৭টি শ্যালো মেশিন ও ২হাজার ফুট পাইপসহ ধ্বংস করা হয়
টাস্কফোর্স সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ ১০ নং ও বাংকার এলাকায় অভিযান পরিচালনার সময় সরকারি কাজে বাঁধা প্রদান করায় উপজেলার মোস্তফানগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার আলীকে ৭দিনের কারাদন্ড দেওয়া হয় এবং ধ্বংসের পরিমান প্রায় ১২ লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য জানান, পরিবেশ বিধ্বংসী এমন যন্ত্র চালিয়ে পাথর উত্তোলন করতে দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Posted ৭:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad