আলী হোসেন, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথর কোয়ারীতে পরিবেশ ধ্বংসকারী ও টিলা খেকোদের কোনভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাদের হাত থেকে এবার নদী নালা ও ক্ষেতের জমিও রক্ষা পায়নি। নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে পরিবেশ ধ্বংসকারী যন্ত্রের সাহায্যে পাথর উত্তোলন করা হচ্ছে। এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাহ আরেফিনের গাড়ি চলাচলের রাস্তার মুখ পাঁকার পিলার দিয়ে বন্ধ করে দেওয় হয়েছিল। এই বাধাকে উপেক্ষিত রেখে পুনরায় পাথর উত্তোলন করতে গিয়ে উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর কোয়ারীর গর্ত ধ্বসে গিয়ে লিটন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে শাহ আরেফিন টিলার পাথর কোয়ারীতে এ ঘটনা ঘটেছে। নিহত লিটন সুনামগঞ্জ সদর উপজেলার দোলরা গ্রামের মস্তফা মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার সকালে স্থানীয় রজব আলী, আইয়ূব আলী ও শাহিন মিয়ার গর্তে অবৈধভাবে পাথর উত্তোলন করতে যান শ্রমিক লিটন। এ সময় তিনি পাথরচাপায় গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ২টার দিকে ওই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পাভেল, আবু তাহের ও শাহিন নামের আরও তিন জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় গর্তের মালিক শাহিনের ম্যানেজার আব্দুস ছাত্তারকে আটক করেছে পুলিশ।
এ দিকে শাহ আরেফিন টিলার রাস্তায় চাঁদাবাজি ও লুটপাটের নামে প্রায় ১০টি স্থানে গড়ে উঠেছে বড় একটি সিন্ডিকেট। পুলিশের পক্ষ থেকে শাহ আরেফিন টিলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও নেওয়া হচ্ছেনা রাস্তায় রাস্তায় কোন চাদাবাজির গডফাদারদের কার্যকরী প্রদক্ষেপ। এতে আরো বেপোরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজরা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সজল কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে কে বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গর্তের মালিকের ম্যানেজারকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১২:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad