আলী হোসেন,কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায়ক্ষতি গ্রস্থ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের তেলিখাল রকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় সেভ দ্য চিলড্রেনের সহযোগীতায় এফআইভিডি বিবিজিডি মুনসুন ফ্লাড রেসপন্স প্রকল্প- ২০১৯ কর্তৃক আয়োজিত উপজেলার তেলিখাল ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৫৯জন শিক্ষাথীদের মধ্যে৩৫৯টিছাতা ও ৩৫৯টি স্কুলব্যাগ ( একজন প্রতি একটি করে খাবার পানির পট,পেন্সিল বক্স, রং পেন্সিল বক্স, বাংলা খাতা ৩টি, গণিত খাতা ৩টি, ইংরেজী ৩টি ও ছবি আকাঁর খাতা ১টি করে দেয়া হয়েছে) । এর মধ্যে তেলিখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাসিমের সভাপতিত্বে ও জিসিডিও মো. সাজিদ মিয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,এফআইভিডিবি প্রজেক্ট ম্যানেজার মো. তৈয়বআলী।
প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎকান্তি দাস, সেভ দ্য চিলড্রেনের প্রকল্প কর্মকর্তা মো. শাহাজাহান হাওলাদার ও এফআইভিডিবি সূচনা প্রকল্পের উপজেলা ম্যানেজার মো.জালাল উদ্দিন, তেলিখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন রায়, সহকারীশিক্ষক রিপন আহমদ।
আরও সার্বিক সহযোগীতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর মো.জুয়েল মিয়া, মো.সালাহ উদ্দিন এবংএলাকার সধারণ মানুষ ও ছাত্র/ছাত্রী বৃন্দ। উল্যেখ্য যে, উপজেলার আরও পাঁচটি স্কুলের সকল শিক্ষার্থীদের মধ্যে সমপরিমান মালামাল পর্যায়ক্রমে বিতরণ করাহবে।
Posted ৪:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad