কুলাউড়া প্রতিনিধি : প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে কয়েক হাজার নেতা কর্মীর উপস্থিতিতে দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
১০ নভেম্বর দুপুরে সম্মেলন অধিবেশন শেষে রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও দুই সদস্যের নাম ঘোষনা করা হয়।
সভাপতি পদে তিনজন প্রার্থী হলেও অন্য দুই প্রার্থী মো. আব্দুল মতিন ও এ কে এম সফি আহমদ সলমান সমর্থন করায় বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু সভাপতি মনোনিত হন।
সিনিয়র সহ-সভাপতি দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান মনোনিত হন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে ১০ প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করলে সাধারণ সম্পাদক মনোনিত হন উপজেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। প্রথম সদস্য বর্তমান সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির তোফায়েল মনোনীত হয়েছেন।
সম্পাদক পদপ্রার্থী আব্দুল মুক্তাদির তোফায়েল বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি সম্মান জানিয়ে আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি। নগন্য কর্মী হিসেবে আমৃত্যু আওয়ামীলীগের রাজনীতি করে যাবো।
কাউন্সিল অধিবেশনে জেলা আওয়ামীলীগের সভাপতি মো. নেছার আহমদ এমপি এই পাঁচ জন নেতার নাম ঘোষণা করেন এবং আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।
এদিকে ডাক বাংলোয় অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি।
বিষেশ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আজিজুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের এমপি, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আলহাজ¦ আব্দুস শহীদ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসনে নৌকার প্রার্থী ও সাবেক এমপি এম এম শাহীন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মিছবাহুর রহমান।
Posted ১:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad