কুলাউড়া প্রতিনিধি :-
কুলাউড়া উপজেলা ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশস (সিপিএ) এর উদ্যোগে ৫৪ দলের অংশগ্রহনের আনুষ্ঠানিকভাবে স্থানীয় খেলার মাঠে গড়ালো ক্রিকেট লীগ ২০১৯।
ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি কামরুল বখসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের সঞ্চালনা উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমেদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল প্রমুখ।
উদ্বোধনী খেলায় মীরশঙ্কর ক্রীড়া চক্র টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধিারিত ১৫ ওভারে ৬ ইউকেট হারিয়ে তারা ১১৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে অভিজিৎ ক্রিকেট একাদশ সবক’টি উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে।
Posted ৫:০৭ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad