জিয়াউল হক জিয়া, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ায় তিন প্রতিষ্টানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। বুধবার ১২ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট এটি এম ফরহাদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় থানা পুলিশ।
সূত্র জানায়, ওইদিন শহরের দক্ষিণবাজারের সেবা ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীন ঔষধ থাকায় নগদ ৫০ হাজার টাকা, এসময় শহরের উত্তরবাজারস্থ মা মণি লাইব্রেরী ও প্রফেসর লাইব্রেরীতে নিষিদ্ধ গাইড বই বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্টানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এটি এম ফরহাদ চৌধুরী জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করে সেবা ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার অপরাধে ৫০ হাজার টাকা ও নোট বই নিষিদ্ধকরণ আইন ১৯৮০ এর আওতায় দুই লাইব্রেরীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয় থেকে ৫ম-৮ম শ্রেণী পর্যন্ত এসব গাইড বই প্রকাশ্যে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তাই দুই প্রতিষ্টানকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে গাইড বই বিক্রি না করার নির্দেশ প্রদান করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৯:২৩ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad