কুলাউড়া প্রতিনিধি :- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায় প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ অক্টোবর উপজেলার মুরইছড়া বাজার, হায়দরগঞ্জ বাজার, রবিরবাজারে সকাল থেকে শুরু হওয়া অভিযান চলে বেলা ২টা পর্যন্ত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স ।
অভিযানকালে মুরইছড়া বাজারে অবস্থিত জননী ফার্মেসীকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, হায়দরগঞ্জ বাজারে অবস্থিত মা ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয়সহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
Posted ১১:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad