জিয়াউল হক জিয়া, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ায় রবিরবাজারে পাঁচতলা বিশিষ্ট একটি বিল্ডিং নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে আতষ্ক। যে কোন সময় ধ্বসে যেতে পারে দক্ষিণ রবিরবাজারের রেহান প্লাজা নামের সে বিল্ডিং।
মাটি পরীক্ষাসহ যথাযথ বিল্ডিং কোড না মেনে এ বিল্ডিং তৈরি করা হয়েছে এমনই অভিযোগ স্থানীয়দের। এনিয়ে গত ২ ফেব্রুয়ারী কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন মামদ আলী নামের এক জৈনিক ব্যক্তি। অভিযোগকারী মামদ আলীর একটি ব্যক্তি মালাকানা দোকন রয়েছে ঝুঁকিপূর্ণ বিল্ডিং-এর পাশে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের করইগ্রাম এলাকার আব্দুল হাসিম রেহান প্লাজা নামের পাঁচতলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি করেছেন স্থানীয় রবিরবাজারে। এ বিল্ডিং তৈরিকালে এক তলা ফাউন্ডেশনে কাজ শুরু করলেও পর্যাক্রমে তৃতীয় তলা নির্মাণ করেন আব্দুল হাসিম।
তৃতীয় তলা নির্মাণকালে স্থানীয়রা অভিযোগ করেন কুলাউড়া উপজেলার তৎক্ষালীন নির্বাহী কর্মকর্তা চৌ: মো: গোলাম রাব্বীর কাছে। নির্বাহী কর্মকর্তার নির্দেশে তৎক্ষকালীন সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন সরজমিন তদন্ত করে বিল্ডিং-এর অকুপেন্সি সার্টিফিকেট পাননি। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্সের পরিদর্শন শেষে তৃতীয় তলা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি)।
এদিকে বিল্ডিংএর মালিক আব্দুল হাসিম সেই নির্দেশনা অমান্য করে তৃতীয় তলার উপর আরও দুই তলা বর্ধিত করে। এতে আরও ঝুঁকিপূর্ন হয়ে উঠে এ বিল্ডিং। পাঁচতলা বিশিষ্ট এ বিল্ডিংএর চাপে পাশের একটি দোকানের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এমনকি দোকানের পেছনের অংশ ভেঙ্গে পড়ে গেছে।
বিল্ডিং-এর মালিক আব্দুল হাসিম বলেন- দুই বছর আগে যে অভিযোগ হয়েছিল সেটা তদন্তে সত্যতা পাওয়া যায়নি বলে তিনি দাবী করেন।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। সরজমিন তদন্ত করে যা করতে হয় করা হবে।
Posted ৬:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad