কুলাউড়া প্রতিনিধি::
কুলাউড়া উপজেলার ৩ শতাধিক প্রতিষ্ঠানে উৎসবের আমেজে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ¡সিত হয়ে উঠে। এ উপলক্ষে উপজেলার প্রত্যেকটি স্কুল ও মাদ্রাসায় দিনব্যাপী পৃথকভাবে উৎসবমূখর পরিবেশে বই বিতরণসহ অভিভাবক সমাবেশ, শিশু বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আমির হোসেন। এদিকে আলী আমজদ স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, পৃথিমপাশা ইউপির চেয়ারম্যান নবাব আলী বাকর খান, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমূখ।
কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল আহমদেও পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আইয়ূব উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মঈনুল ইসলাম শামীম, জামাল মিয়া, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী ও খালেদ পারভেজ বকস প্রমূখ।
Posted ১০:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad