জিয়াউল হক জিয়া, কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া টু রবিরবাজার সড়ক সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে উপজেলার দক্ষিণ লংলা অঞ্চলের ভূক্তভোগী জনসাধারণের উদ্যোগে ২২ জানুয়ারি বুধবার সকাল ১১টায় স্থানীয় রবিরবাজারে প্রতিববাদী মানববন্ধন পালিত হয়।
প্রবীন কমিনিউস্ট কৃষক নেতা ও ভাষা সৈনিক আব্দুল মালিকের সভাপতিত্বে এবং আহমেদ মোনায়েম মান্না’র সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাসদ নেতা আশিকুর রহমান ফটিক, কমিনিউস্ট নেতা সৈয়দ মোশারফ আলী, জাসদ নেতা আব্দুল গাফ্ফার কায়ছুল,আওয়ামীলীগ নেতা আলী সাজ্জাদ খান, বিএনপি নেতা এম এ নূর, কৃষক নেতা আব্দুল হান্নান, ছাত্র ইউনিয়ন নেতা মোঃ ফয়জুল হক, আব্দুল আহাদ, শ্রমিক নেতা আব্দুল জব্বার প্রমূখ।
কুলাউড়া টু রবিরবাজার সড়কটির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, প্রশাসনিক কাজে প্রতিদিন এ সড়ক হয়ে শিক্ষা স্বাস্থ্যসহ নানবিদ কাজে হাজার হাজার লোকজন কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার জেলা শহরে যাতায়াত করতে হয়। বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত দক্ষিণ লংলা ও রবিরবাজার অঞ্চলের মানুষদের দূর্ভোগ লাগবে জানুয়ারী মাসের ভিতরে ঠিকাধারী প্রতিষ্টান যেন সড়কটির কাজ ভালো ভাবে সম্পন্ন করে। অন্যতায় ফেব্রুয়ারীর ১ম সপ্তাহে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি পালন করবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। এদিকে একি সময়ে লংলা আধুনিক ডিগ্রি কলেজের সামনেও কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী রবিরবাজার থেকে কুলাউড়া সড়ক সংস্কারের দাবীতে এক ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করে।
Posted ১০:১৩ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad