জিয়াউল হক জিয়া, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগানে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ নুরুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধুসূধন পাল, ডা: সুলতান আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: গোলাম মো: মেহেদি, সাংবাদিক এম শাকিল রশিদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী, প্রধান শিক্ষক আব্দুস ছালাম প্রমুখ।
স্থানীয় বেসরকারী সংস্থা সূচনার পুষ্টি বিষয়ক কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন পুষ্টি সর্ম্পকিত সূূচনার কার্যক্রম ডিসপ্লে’র মাধ্যমে প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী তার বক্তব্যে বলেন, জনসাধারনকে পুষ্টি নিশ্চিতকরনে সরকারী সকল বিভাগ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। এবং পরবর্তী সভায় মৎস্য ও প্রানী সম্পদ বিভাগ তাদের কাজের অগ্রগতি স্বচিত্র উপস্থাপনের জন্য তিনি তাগিদ দেন।
Posted ৬:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad