জিয়াউল হক জিয়া, কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার উপজেলার কর্মধা ইউনিয়নের গহীন অরণ্য ফানাই পানপুঞ্জি এলাকা থেকে হবিব উল্ল্যাহ (৪০) নামক এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। হবিব উল্ল্যাহ একজন কাঠুরে। তাকে হত্যা করা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানান, কর্মধা ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত ছওয়াব উল্ল্যাহ ছেলে ৩ সন্তানের জনক হবিব উল্ল্যাহ প্রতিদিনের ন্যায় বাঁশ আনতে পাহাড়ে যান। বিকাল আনুমানিক ৫টায় হাবিব উল্ল্যাহর লাশ ফানাই পানপুঞ্জির পূর্বপাশে কুকিটিলার পাশর্বর্তী ফানাই নদীর পাড়ে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সঞ্জয় চক্রবর্তী ঘটনাস্থলে যান। তবে ঘটনাস্থল দুর্গম পাহাড়ী জনপদ হওয়ায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় তদন্তকারী কর্মকর্তার কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
কর্মধা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মাসুক আহমদ জানান, শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে কিভাবে মৃত্যু হলো বিষয়টি নিশ্চিত নয়।
কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক লাশের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। হবিব উল্ল্যাহর মৃত্যুর কারণ সম্পর্কে কোন প্রকৃত কারণ নিশ্চিত হতে পারেননি।
Posted ১০:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad