জিয়াউল হক জিয়া, কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় আরও ১২ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) সনাক্ত হয়েছেন বলে জানা গেছে। বুধবার মধ্য রাতে তাঁদের করোনা পরীক্ষার নমুনায় পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র নিশ্চিত করে।
১২ জনে কোভিড ১৯ এর পজেটিভ রিপোর্ট গত বুধবার রাত ১ টায় হাসপাতাল কতৃপক্ষের কাছে এসে পৌছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এরমধ্যে ৮ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন বলে হাসপাতালসুত্রে জানা গেছে। তাঁদের ১২ জনের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক কালে লকডাউন শিথিল করায় অবাধে স্বাস্থ্য বিধি না মেনে জনসাধারনের অযথা যত্রতত্র ঘোরাফেরার কারনে কুলাউড়া উপজেলায় করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে করোনা (কোভিড-১৯) পজেটিভ রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।
Posted ১২:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad