কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় চলতি আমন মৌসুমে ধান সংগ্রহের জন্য মোট চার হাজার ৪৯৬ জন কৃষক তালিকা থেকে লটারির মাধ্যমে দুই হাজার ২৪২ কৃষক সরকারের কাছে সরাসরি ধান বিক্রির সুযোগ পেলেন। ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে লটারীর মাধ্যমে এই কৃষক বাছাই করা হয়।
কৃষকদের কাছ থেকে এক টন করে ধান সংগ্রহ করা হবে বলে জানা গেছে। সরকার নির্ধারিত ২৬ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পারবে কৃষকরা।
লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি এটিএম ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কৃষি কর্মকর্তা মো. জগলুল হায়দার, খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, ইউপি চেয়ারম্যান এমএ রহমান আতিক ও মো. জুনাব আলী, উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সদস্য মো. আব্দুল বারী, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আব্দুল কাদির প্রমুখ।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এই উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ২০ হাজার হেক্টর জমিতে ২৪ হাজার ৫০০ জন কৃষক আমন চাষ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি এ টি এম ফরহাদ চৌধুরী জানান, পৌরসভাসহ উপজেলার সবক’টি ইউনিয়নে স্বচ্ছতার মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad