কুলাউড়া প্রতিনিধি::
কুলাউড়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে এবং যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আহাদের পৃষ্টপোষকতায় প্রায় ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় মঙ্গলবার রাতে এ কম্বল বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি রেদওয়ান খান, শামীম আহমদ চৌধুরী, আজিজুর রহমান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভুইয়া, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদ বকস মান্না, প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু, উপজেলা ছাত্রদল নেতা শেখ সুমন, সৈয়দ আব্দুস সহিদ জুবের, সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিপার আহমদ, ছাত্রদল নেতা আতিকুর রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাছিদ আহমদ প্রমূখ।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad