জিয়াউল হক জিয়া, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন গরীব ও দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার রাত ৯টায় উপজেলার কাদিপুর ইউনিয়নের অর্ধ শতাধিক দুঃস্থদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, কাদিপুর ইউনিয়নের ইউপি সদস্য আজিজুর রহমান টিটু, জসিম আহমদ, হারুন আহমদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান জানান, উপজেলা পরিষদের সহায়তায় বরাদ্দকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ টি ডেটল সাবানসহ শুকনো খাবারের প্যাকেট বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরো খাদ্য সামগ্রী বিভিন্ন ইউনিয়নে পাঠানো হবে।
Posted ৮:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad