রবিবার ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুলাউড়ায় ওরুসের নামে অপকর্ম, হামলা আহত ৫

শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯     223 ভিউ
কুলাউড়ায় ওরুসের নামে অপকর্ম, হামলা আহত ৫
জিয়াউল হক জিয়া, কুলাউড়া প্রতিনিধি:

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কালা (রহ:) মাজারকে কেন্দ্র করে বিতর্কিত ওরুসের নামে নানা অসামাজিক কর্মকান্ড চলায় ও জুয়া খেলাকে কেন্দ্র করে ১৩ ডিসেম্বর রাতে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এসব আয়োজনের পেছনে ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা জড়িত বলে পুলিশ জানায়।

একাধিক সুত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর শুরু হওয়া হযরত শাহ কালা (রহ:) এর ওরুস বিগত বছরগুলোতে ৩দিনের হলেও  এবার পরিকল্পিতভাবে ৫ দিনের করা হয়েছে।

আর ওরুসের নামে মাজারের আশপাশে বসেছে সার্কাস, ডেঞ্জার গেইম, অশ্লীল নৃত্য, গাজা ও জুয়ার জমজমাট আসর। ওরুসকে কেন্দ্র করে মাজারের খাদিমদের মধ্যেও রয়েছে দ্বিধাবিভক্তি।

জানা যায়, ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ৫জন আহত হয়। আহতরা হলেন- সুন্দর মিয়া, রুহিন মিয়া, নাসির, তারিক, সাজু। আহতরা কুলাউড়া হাসপাতালে চিকিৎসা নেয়।

স্থানীয় লোকজন জানান, পুলিশকে ম্যানেজ করেই এসব অপকর্ম চলছে। টাকার ভাগাভাগি নিয়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। তবে কুলাউড়া থানার এসআই রফিক জানান, তরিকুল ইসলাম, সাবেক মেম্বার সাজ্জাদ হোসেন সাজু ও সোহেল মিয়ার নেতৃত্বে এসব অপকর্ম চলছে। এরা ক্ষমতাসীন দলের নেতা। মেলার অনুমোদন পুলিশ দেয়নি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানান, ওরুসের নামে মেলাসহ সবকিছু (আজ) শনিবার রাতেই বন্ধ করে দেয়া হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, বিষয়টি আমার জানা নেই। অবশ্যই খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com