জিয়াউল হক জিয়া, কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা রোববার রাতে অস্ত্রসহ মো. আশিক আলী (৩৫) নামক এক ভারতীয় নাগরিককে আটক করে কুলাউড়া থানায় সোপর্দ করেছে। আটককৃত ব্যাক্তি ভারতের কৈলাশহর জেলার লক্ষীপুর থানার টিলাগাঁও গ্রামের মৃত ওয়াদুল্লাহ’র ছেলে।
আলীনগর বিজিবি জানায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিক মো. আশিক আলী (৩৫) কে আটক করে বিজিবির সদস্যরা। এসময় তল্লাশী করে ভারতীয় অস্ত্র (এসডিবি, মডেল-৯৫ সিএল ৪.৫ এমএম (৭৭) এয়ারগান) ১টি, ভারতীয় তেল, ফগ সেন্ট, ভারতীয় শ্যাম্পু, পকেট বডি স্প্রে, ভারতীয় তেল ও ভারতীয় রুপি জব্দ করা হয়। এরপর রাত ৯টায় বিজিবির সদস্যরা ভারতীয় নাগরিক আশিককে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে কুলাউড়া থানায় সোপর্দ করে।
এব্যাপারে আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. আলমগীর হোসেন ভারতীয় নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নিজে বাদী হয়ে মামলা দায়ের করে কুলাউড়া পুলিশের কাছে সোপর্দ করেছি।
Posted ১২:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad