কুলাউড়া প্রতিনিধি :- কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী আমতলা বাজার থেকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ২৫৩ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ হয়।
শুক্রবার ১৫ নভেম্বর দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৯।
র্যাব জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে চলা অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযানে কুলাউড়া উপজেলার আমতলা জামে মসজিদের সামনে থেকে ২৫৩ পিস ইয়াবাসহ উপজেলার চাঁনপুর গ্রামের জহুর মিয়া পুত্র রিমন আলী (৩৩) ও একই উপজেলার হরিপুর গ্রামের মৃত জালাল মিয়ার পুত্র মো. মাসুদ আলী (২২)।
আটকের পর উদ্ধারকৃত আলামতসহ ২ মাদক ব্যবসায়ীকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব-৯।
Posted ১২:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad