জিয়াউল হক জিয়া, কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজারে একটি মুদির দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ফ্রিজ ও নগদ অর্থসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানাযায়, ব্রাহ্মনবাজার-মিশন রোডের পশ্চিম গুড়াভুই বটেরবাড়ী নামক স্থানে হারুন ভেরাইটিজ স্টোরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে আগুন লেগে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় রাস্তা দিয়ে পাথর বোঝাই একটি ট্রাকের ড্রাইবার আগুন দেখতে পেয়ে পাশ্ববর্তী বাড়ির লোককে জানালে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রনে আনলেও এর আগে মালামালসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ আগুন লাগিয়ে থাকতে পারে।
দোকান মালিক হারুন মিয়া জানান, ক্যাশে থাকা নগদ ২৫ হাজার টাকা, দুটি ফ্রিজ সহ প্রায় ১৫ লক্ষ টাকার সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
সকালে ঘটনাস্থল পরির্দশন করেন ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেনসহ পুলিশ প্রশাসনের লোকজন।
এ ব্যাপারে কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনায় অন্য দোকান ভয়াবহ আগুন থেকে রক্ষা পেয়েছে।
বিজ্ঞপ্তি।
Posted ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad