কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট মুলাগুল স্টুডেন্ট ডেভোলাপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে গত শুক্রবার বিকাল ৩ টায় মুলাগুল হারিছ চোধুরী একাডেমীর অডিটোরিয়াম হলে মুলাগুল হারিছ চৌধুরী একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ফখর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মুলাগুল স্টুডেন্ট ডেভোলাপমেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন, সাবেক চেয়ারম্যান সমশের আলম, সাবেক ইউপি সদস্য ছয়েফ উদ্দিন, হারিছ চৌধুরী একাডেমীর অভিভাবক সদস্য হাফেজ কামাল উদ্দিন, সমাজসেবক আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নুর উদ্দিন, কানাইঘাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খসরুজ্জামান পারভেজ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এম এ রহমান জীবন, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিলাল আহমদ, কান্দলা নয়াবাজার বনিক সমিতির সাবেক সভাপতি তাজ উদ্দিন, হারিছ চৌধুরী একাডেমীর সহকারী শিক্ষক আজির উদ্দিন, মুলাগুল আল হেরা মাদ্রাসার ডিরেক্টর কারী মাওলানা মাহবুবুর রহমান, মুলাগুল জনকল্যাণ ট্রাস্টের সভাপতি হাফিজ আহমদ মুসলিম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম জাহিদ আল মিছবাহ প্রমূখ।
Posted ১:০০ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad