ছবি- সিলেটের জনপদ
কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন এর মূল উদ্দেশ্য সন্ত্রাস, দূর্নীতি রোধ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ছাত্রসমাজ ভূমিকা রাখা। সমাজের প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণ, বাল্য-বিবাহ রোধ সর্বোপোরি সমাজের কুসংস্কার দূরীকরণের লক্ষ্যে কাজ করাই (কেএসএ) এর মূল উদ্দেশ্য বলে জানান সংস্থার কর্তা ব্যক্তিরা।
অনার্স প্রথম, দ্বিতীয় বর্ষ ও স্কুল পর্যায়ের বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের এক সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার দুপুরে সিলেট শহরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এহসানে এলাহী খোকন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ডেল্টা মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. হারুনুর রশিদ। উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ব– বিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার এ কে এম ফজলুর রহমান, কলামিস্ট গবেষক ও সম্পাদক মো. খয়রুল ইসলাম চৌধুরী, শাবিপ্রবির কলেজ পরিদর্শক মো. তাজিম উদ্দিন, শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন (শাবিপ্রবি)’র মো: জাকারিয়া, আর এ সামাজিক সংগঠনের উদ্যোক্তা ও কেন্দ্রীয় সভাপতি আসিফ আযহার।
ইতিমধ্যে কানাইঘাটের প্রতিটি ইউনিয়ন ও কলেজ কমিটি গঠিত হয়েছে।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad