আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলা ডিজিটাল পোস্ট অফিসের ০৩ মাস মেয়াদী (ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন) কম্পিউটার কোর্সের সমাপনী পরীক্ষা- ২০২০ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে পরীক্ষায় অংশ নেন কানাইঘাট উপজেলা ডিজিটাল পোস্ট অফিস, উমরগঞ্জ ডিজিটাল পোস্ট অফিস, জকিগঞ্জ উপজেলা ডিজিটাল পোস্ট অফিস, থানা বাজার ডিজিটাল পোস্ট অফিস, গঙ্গাজল ডিজিটাল পোস্ট অফিস ও বারহাল ডিজিটাল পোস্ট অফিস।
পরীক্ষায় মোট অংশ নেয় ১৪৭জন, এর মধ্যে কানাইঘাট উপজেলা ডিজিটাল পোস্ট অফিস কেন্দ্র থেকে ৫৪ জন কম্পিউটার প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ডাক বিভাগের সিলেট ডিভিশনাল বিভাগীয় প্রধান ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোজাম্মেল হক, জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলি এবং সিলেট বিভাগীয় পোস্ট অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Posted ১০:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad