কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন গতকাল সোমবার দুপুর ১২টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি…..রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনীত রোগে ভোগ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সোমবার বাদ এশা কানাইঘাট দারুল উলূম মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন, শাবিপ্রবি’র সহকারী কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন সহ কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মরহুমের নামাজে জানাযায় উপস্থিত ছিলেন। মরহুমের নামাজে জানাযা শেষে ডালাইচর জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad