কানাইঘাট প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কানাইঘাটে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ দলের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক আব্দুস শুকুর, কানাইঘাট দলিল লেখক সমিতির সাদারণ সম্পাদক ভুরহান উদ্দিন মহরী, কানাইঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর তাজ উদ্দিন, কানাইঘাট উপজেলা স্বেচ্ছসেবকলীগের আহবায়ক আব্দুল ওদুদ দুদু, কানাইঘাট সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা রুবেল আহমদ প্রমূখ।
এতে উদ্বোধনী ম্যাচে ৩নং দিঘীরপাড় ইউপির মোকাবেলা করে ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি। খেলার নির্দিষ্ট সময়ের ভিতরে খেলার মধ্যে কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে জয়লাভ করে ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপি।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad