ছবি- সিলেটের জনপদ
কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পি.পি.এম গত (৮ আগষ্ট) বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় তার কার্যালয়ে কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিয় করেছেন। মতবিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ শামসুদ্দোহা কানাইঘাটে দায়িত্ব পালনকালে কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি তার দায়িত্ব পালনকালীন সময়ে কানাইঘাটের সকল অপরাধ দমনে স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমাদের নতুন সময় ও সিলেটের দৈনিক শুভ প্রতিদিনের কানাইঘাট প্রতিনিধি ও কানাইঘাট বার্তার সম্পাদক আলিম উদ্দিন আলিম, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতির কানাইঘাট প্রতিনিধি আবুল হাসনাত, কোষাধ্যক্ষ দৈনিক রুদ্রবাংলা পত্রিকার কানাইঘাট প্রতিনিধি ওহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য আফজাল হোসেন মিজান ও বাহার হোসেন শাকিব প্রমূখ। উল্লেখ্য- কানাইঘাট থানার নবাগত অফিসার ইন্চার্জ শামসুদ্দোহা পিপিএম এর গ্রামের বাড়ী কিশোরগঞ্জ সদর উপজেলার খড়মপট্টি গ্রামে। এসময় নবাগত অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পি.পি.এম’কে ফুলের তুড়া দিয়ে বরণ করে নেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Posted ২:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad