আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি এলাকার ৫ শতাধিক পরিবারের লোকজনের মধ্যে বিশুদ্ধ পানি ব্যবহারের জন্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে পানি পরিশোধন প্রকল্প বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতন পুঞ্জির বাদশা বাজার এলাকায় উক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের স্থান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোঃ শামসুদ্দোহা পিপিএম, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেম্স লিউ ফারগুশন নানকা, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, বিশিষ্ট সাংবাদিক আহমেদুল হক চৌধুরী বেলাল, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগের সভাপতি তোতা মিয়া, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন মেম্বার, ইউপি আওয়ামীলীগ নেতা কয়ছর আহমদ মেম্বার প্রমুখ।
এসময় ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হাফিজ আহমদ মজুমদার স্থানীয় সুরইঘাট বাজার পরিদর্শন করে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।
Posted ৯:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad