কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে এসিআই মটরস এর এক পণ্য প্রর্দশনী ও মতবিনিময় সভা গত বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মুলাগুল বাজারে অনুষ্ঠিত হয়। মুলাগুল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমদের সভাপতিত্বে ও এসিআই মটরস এর মার্কেটিং অফিসার নাজমুল হাসানের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুলাগুল পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর এরিয়া ম্যানেজার শচী নন্দন বসাক, রিকোভারী অফিসার মারুফ হোসেন, বডি মেকানিক্স রতন চৌহান।
এ সময় বক্তব্য রাখেন মুলাগুল বাজারের ব্যবসায়ী এবাদুর রহমান, ইয়াহইয়া, রিয়াজ উদ্দিন, হেলাল আহমদ, জাকারিয়া আহমদ, ইসহাক আলী, সমসের আলম, ইসলাম উদ্দিন প্রমূখ। এ সময় এসিআই মটরস এর সোনালী ট্রাক্টর নামের কয়েকটি ট্রাক্টর প্রদর্শন করা হয়।
Posted ৪:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad