আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির উদ্যোগে কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের সহায়তায় উপজেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার বিকাল ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বারিউল করিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেম্স লিও ফারগুশন নানকা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান মো: ফয়াজ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তারিকুল ইসলাম, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, কারিতাস প্রতিনিধি জেপিও (ডিএম) মো: আবু তাহের, মাঠ কর্মকর্তা (ডিএম) বারলো সুচিয়াং, সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন সহ কারিতাসের এফসিএফ পিপি প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় কারিতাসের বিভিন্ন কার্যক্রম নিয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে বাস্তবায়িত কাজগুলো প্রদর্শন করা হয়। এ সময় বক্তারা কারিতাসের বিভিন্ন কাজের প্রসংশা করেন এবং অন্যান্য দুর্যোগ প্রবণ ইউনিয়ন গুলোকে প্রকল্পের আওতায় আনার অনুরোধ করেন।
Posted ১০:৫১ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad