ছবি- সিলেটের জনপদ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কানাইঘাটের হাট-বাজারগুলোতে জমে উঠেছে কোরবানীর গরুর বাজার। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু বিক্রয়ের জন্য নিয়ে ছুটে চলেন বাজারগুলোতে। এবারের কোরবানীর ঈদ উপলক্ষে কানাইঘাটের হাটবাজার গুলোতে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় গরু মহিষের কারণে দেশীয় গরু মহিষের দাম অনেকটা কম বলে ব্যবসায়ী ও বিক্রেতাদের সাথে আলাপ করে জানা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কানাইঘাট বাজার, সড়কের বাজার, চতুল বাজার, গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার, মানিকগঞ্জ বাজার, সুরইঘাট বাজার, বড়বন্দ বাজার, মোলাগুল বাজার, বীরদল বাজার, ভবাণীগঞ্জ বাজার, সীমা বাজার, বড়দেশ বাজার সহ উপজেলার ছোট-বড় হাট- বাজারে গ্রাম অঞ্চল থেকে গরু, মহিষ, ছাগল, ভেড়া নিয়ে অনেকেই বিক্রয় করছেন। কেউ গরু নিয়ে বিক্রয় করছেন কোরবানীর ঈদ বাজার করার জন্য, আবার কেউ গরু ক্রয় করে বিক্রয় করছেন একটু মুনাফা পাওয়ার জন্য।
এছাড়া কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন শত শত গরু মহিষ ভারত থেকে দেশের অভ্যন্তরে নিয়ে আসছে স্থানীয় চোরাকারবারীরা। এতে সীমান্তের লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কাঁচা রাস্তাঘাটের অবস্থা একেবারেই বেহাল হয়ে পড়েছে বলে জানা গেছে। এসব এলাকার রাস্তাঘাটের খারাপ অবস্থার জন্য চলাফেরা করতে পারছেন না স্থানীয় জনসাধারণ। এনিয়ে গত সোমবার বিকালে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে মন্তাজগঞ্জ বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ মাঠে রাস্তাঘাটের বেহাল অবস্থা ও অবৈধ গরু মহিষের অবাধ চলাচল বন্দ করতে প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।
এবারে ঈদুল আযহা উপলক্ষে কানাইঘাটের হাটবাজার গুলোতে বিক্রয় হচ্ছে ভারতীয় সাদা ও লাল জাতের মোটা জাতের গরু। এছাড়া আসামী, পাঠান ও পাঞ্জাব গরু রয়েছে উপজেলার সব হাট-বাজার গুলোতে। গরুর দাম কম হওয়ায় বিক্রেতারা অনেকেই গৃহ পালিত দেশি গরু বিক্রয় করছেন না জানিয়েছেন অনেকেই।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad