কানাইঘাট থানা সংলগ্ন ইউনিলিভার লিমিটেড’র ডিস্ট্রিবিউশন অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, গতকাল রবিবার রাত অনুমান ৪টার দিকে একদল ডাকাত হানা দেয়। অফিসের লকার ভেঙ্গে প্রায় নয় লক্ষ টাকা নিয়ে যায় বলে জানা গেছে। অফিসের শো’রুমে থাকা মালামাল সহ ব্যাপক ক্ষয়ক্ষতির করে ডাকাতরা।
অন্যান্য দিনের মত কোম্পানির কর্মকর্তাগণ অফিসে প্রবেশ করলে দেখতে পান আশপাশ ভাঙ্গাচুরা অবস্থায় রয়েছে। সাথে সাথে কোম্পানির এজেন্টের মালিক এনামুল হককে জানালে তিনি এসে দেখতে পান অনেক কিছু ডাকাতরা নিয়ে গেছে। তার মধ্যে নগদ নয় লক্ষ টাকা অফিসের লকার ভেঙ্গে নিয়ে গেছে। অফিসে লাগানো সিসি টিভি ফুটেজে দেখতে পাওয়া যায় খুবই স্মার্ট কয়েকজন ২২/২৩ বছরের যুবক মুখের মধ্যে মুখোশ পরে হানা দেয়।
এ ব্যাপারে ইউনিলিভার কোম্পানির লি: এর কানাইঘাটের এজেন্ট এনামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং তার অফিসে লাগানো সিসি টিভি ফুটেজ দেখে ডাকাত সনাক্ত করার চেষ্টা করছেন।
Posted ১১:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad