ছবি- সিলেটের জনপদ
কানাইঘাটের সড়কের বাজারস্থ সানরাইজ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (১৬ আগষ্ট) শুক্রবার বিকাল ৩টায় সড়কের বাজারস্থ হারিছ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সড়কের বাজার সানরাইজ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সিনিয়র সদস্য ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির আহমদ ও সহ সভাপতি আব্দুল ওদুদ দুদুর যৌথ পরিচালনায় উক্ত বার্ষিক সাধারণ সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, জকিগঞ্জ কসকনকপুর ইউপি সচিব সাইফুদ্দৌলা মান্না, সমবায় কর্মকর্তা মিছবাহ উল ইসলাম।
বার্ষিক সাধারণ সভায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুছ ছালাম। এতে স্বাগত বক্তব্য রাখেন সানরাইজ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সহ সভাপতি আব্দুল ওদুদ দুদু। সভায় বার্ষিক আয়-ব্যয়, শেয়ার ও বাজেট পেশ করেন সানরাইজ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির আহমদ। ঋণদান প্রতিবেদন পেশ করেন সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দিন। অডিট প্রতিবেদন পেশ করেন পূবালী ব্যাংক লিমিটেডের সিলেট ব্রাঞ্চ ম্যানেজার কবির আহমদ। বার্ষিক সাধারণ সভার প্রশ্নোত্তর পর্বে ছিলেন সানরাইজ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির সদস্য মোঃ মখলিছুর রহমান, সহ সভাপতি আব্দুল ওদুদ দুদু, সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির আহমদ, সাবেক সভাপতি ও ঋণ কমিটির প্রধান মোঃ নাজিম উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সানরাইজ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরি কমিটির সদস্য শিব্বির আহমদ চৌধুরী, মোঃ জাকারিয়া, ফজরুল ইসলাম, আমিনুর রহমান চৌধুরী, আব্দুল ওদুদ চৌধুরী রুহিন, মোঃ সাজ উদ্দিন সাজু, মোঃ মখলিছুর রহমান, আবুল কাশেম। সভায় সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন খালেদ মাহমুদ সুজন, ইকবাল হোসেন, গিয়াস উদ্দিন, আব্দুল বাছিত, ফখরুল ইসলাম চৌধুরী, জয়নুল ইসলাম প্রমূখ।
Posted ৯:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad