আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির কর্মসৃজন প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির।
শনিবার সাতবাঁক ইউপির সাতপারি-নয়া মাটি রাস্তা, নয়ামাটি জামে মসজিদ, সদিওলের মাটি-পুর্ণাখলা রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ ছাড়া হেরিং বন্ড (এইচ বিবি) করন প্রকল্পের আওতায় জুলাই উচ্চ বিদ্যালয় থেকে ভবানীগঞ্জ গ্রামমুখী রাস্তা প্রসস্থকরণ কাজের শূভ সূচনা করেন।
এর আগে নয়ামাটি- দলইরমাটি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও পরে জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় ও জুলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলী কামরুল ইসলাম, সাতবাঁক ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, ইউপি সদস্য আলহাজ্ব শাব্বির আহমদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য বাহার হোসেন সাকিব প্রমূখ।
Posted ৬:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad