আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে টাস্কফোর্সের অভিযানে প্রায় কোটি টাকার যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী লোভাছড়া পাথর কোয়ারীতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান।
দিনব্যাপী অভিযানে লোভাছড়া পাথর কোয়ারীর বড়গ্রাম থেকে মুলাগুল বাজার ও লোভাছড়া ঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার মালামাল ধংস করা হয়। এর মধ্যে ধবংসকৃত যন্ত্রপাতি হলো- ৯টি স্কেবেটর, ১টি ফেলুডার সহ ২২টি হেবি ডিউটি পাম্পিং মিশিন ও বিপুল পরিমান স্পেশাল পাইপ জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া বড় ধরনের ৩টি গর্তের বাঁধ কেটে পানি ডুকিয়ে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ শামসুদ্দোহা পিপিএম সহ সিলেট জেলা থেকে আগত স্পেশাল ফোর্স এবং কানাইঘাট থানার ৪২ জন পুলিশ ও লোভাছড়া বিজিবি ক্যাম্পের ১২ জন বিজিবি নিয়ে এই অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান স্থানীয় সাংবাদিকদের জানান, লোভাছড়া পাথর কোয়ারীতে পরিবেশ ধ্বংসকারী যন্ত্র ব্যবহার করা যাবেনা। যারা ব্যবহার করবে তাদের ব্যাপারে আইননানুগ ব্যবস্থা গ্রহণ সহ টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
Posted ১১:০৪ অপরাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad