আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ১ম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকালে রাজাগঞ্জ ইউপির নয়াবাজার মাঠে ফাইনাল খেলায় মা ও মাটি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়াই করে এফ এম গ্রুপ খালপাড়।
এতে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর ট্রাইপেকারে মা ও মাটি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে এফ এম গ্রুপ খালপাড় বিজয় অর্জন করে। কানাইঘাটের ৯নং রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুর রহমান জামিল।
এতে প্রধান আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। এ সময় উপস্থিত ছিলেন বংবন্ধু ফাউন্ডেশন নেতা বাহার আহমদ, সাংবাদিক আব্দুল আলিম সাগর, আওয়ামী লীগ নেতা সায়েম আহমদ, এম নিজাম উদ্দিন, বিলাল আহমদ, সুহেল রানা, আব্দুস শহীদ, মাহবুবুল হক চুনু, ইসমাইল মাস্টার প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে সোনার ও রুপার ট্রপি বিতরণ করেন অতিথিবৃন্দরা।
Posted ১২:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad