কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপির মালিগ্রামের শহীদ ২২ পরিবারের লোকজন সহ এলাকার দরিদ্র অসহায়দের মধ্যে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ফ্রান্স প্রবাসী দিদারুল আলম দিদারের সহযোগীতায় গত শুক্রবার সকাল ১১টায় মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মালিগ্রাম শহীদ স্মরণী মাঠে এলাকার গন্যমান্য লোকজনের উপস্থিতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক-বাহীনির জল্লাদ ক্যাপ্টিন বশারতের নেতৃত্বে মালিগ্রাম থেকে মুক্তিযুদ্ধে সহযোগীতাকারী ২২ জন গ্রামবাসীকে জীবন্ত কবর দিয়েছিল। সেই শহীদদের স্মরণে তাদের পরিবার পরিজন ও এলাকার অসহায় শীতার্ত লোকজনকে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের পক্ষথেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে সকাল ১০টায় মালিগ্রাম বাজারস্থ প্রজন্ম ৭১’র কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও প্রজন্ম ৭১’র সাধারণ সম্পাদক ছাত্রনেতা জাহেদ আহমদের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকারিয়া।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, পর্বতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আম্বিয়া, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রুহিন, উপজেলা যুবলীগ নেতা মো: হাবিবুল্লাহ, বড়চতুল ইউপি সদস্য ওলিউর রহমান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার জয়নাল আবেদীন ।
এ সময় অন্যান্যর মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফ চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হেকিম, উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য বাহার হোসেন সাকিব, ২২ শহিদ পরিবারের মধ্যে শামছুজ্জামান, ফখরুল ইসলাম, আব্দুল মনাফ, আব্দুল হাফিজ, ইসলাম উদ্দিন, আব্দুন নুর, কলিম উল্লাহ, এখলাছ উদ্দিন, হাফিজ আহমদ, তাজ উদ্দিন, ওলিউর রহমান, আজিজুর রহমান সহ কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Posted ১:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad