কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাতবাঁক ইউপি কমপ্লেক্সের হল রুমে কেককেটে আনুষ্ঠানিক ভাবে এ জন্মদিন পালন করা হয়।
জন্মদিনের অনুষ্টানে ইউপি আওয়ামীলীগের সভাপতি মখদ্দুস আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুন নুরের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউপির চেয়ারম্যান মো: আব্দুল মন্নান, কানাইঘাট পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো: আবুল হারিছ, ইউপি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রইছ উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।পরে দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিনের অনুষ্টান সম্পন্ন হয়। এতে দোয়া পরিচালনা করেন রহিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ শরীফ উদ্দিন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শনিবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউপি স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আলোচনা সভা সড়কের বাজারস্থ স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দিঘীরপার পূর্ব ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সহকারী কলেজ পরিদর্শক এম তাজিম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, দিঘীরপার পূর্ব ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম মামুন উদ্দিন, কানাইঘাট উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল আম্বিয়া, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রাসেল, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ ছাবিল, সাংগঠনিক তানজিল আহমদ, কানাইঘাট সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি এম আব্দুর রহমান প্রমূখএ
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শনিবার বাদ মাগরিব কানাইঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কানাইঘাট উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম আখতার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মো: নোমান আহমদ রোমান, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল প্রমুখ।
Posted ১:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad