কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানাকে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের পক্ষথেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে
। কানাইঘাট উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদের পরিচালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা: ফয়াজ আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নূর, বড় চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমূখ।
Posted ১:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad