তাহিরপুর, (সুনামগঞ্জ) প্রতিনিধি : দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়েদা আক্তার শিউলীর প্রথম লেখা ‘কাঁচের গ্লাস ভেঙ্গে হল রিক্তের বেদন’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী ও ২১ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ এবং আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
একাওরের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ৫নং সেক্টরের ৪নং সাব সেক্টর সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাট ‘মুক্তির মঞ্চে’ শনিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে বইটির মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিজেন ব্যানার্জী।
দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ প্রেসক্লাব প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখিক শিক্ষক স্বজন টেকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক উচচ বিদ্যালয় (টিএলএমপি)’র প্রাক্তন শিক্ষার্থী জায়েদা আক্তার শিউলী, তার স্বামী মোহাম্মদ কামাল হোসেনসহ বিশেষ অতিথিবৃন্দ।