সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশর উদ্যোগে করোনা সহিষ্ণু গ্রাম গড়ে তোলার লক্ষে ও প্রয়োজনীয় পুষ্ঠির যোগান নিশ্চিত করতে ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের সাধারণ মানুষের
অনুষ্ঠা
সুজন-সুশাসনের জন্য নগারিক সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য ও খুরমা দক্ষিণ ইউনিয়ন কমিটির সভাপতি এলাঝ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও হাঙ্গার প্রজেক্টো ফাইনান্স অফিসার কুদরত পাশার সঞ্চালনায় খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার অনুষ্টিত সভয় বিশেষ অথিতি হিসে
আলোচনা শেষে উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রাম উন্নয়ন টিমের সদস্য সহ সাধারণ মানুষের মাছে বীজ বিতরণ করেন। এরপর উপজেলার ধরাধরপুর পয়েন্ট, রেডমুন কিন্ডার গার্টেন ও খুরমা উচ্চ বিদ্যালয়ে বীজ বিতরণ করা হয়। এসময় হাঙ্গার প্রজেক্টো ফাইনান্স অফিসার কুদরত পাশা, ইউনিয়ন সমন্বয়কারী হারান চন্দ্র ধর উপস্থিত ছিলেন।
উপজেলা তিনশত মা্নুষের মাঝে মুলা, সীম, ডাটা, শষা, লালশাক ও পুইশাকের বীজ বিতরণ করা হয়।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad