কাজী মাহমুদুল হক সুজন, বাহুবল (হবিগঞ্জ) থেকে : হবিগঞ্জের বাহুবল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী শায়েস্তাগঞ্জের বাসিন্দা আব্দুল বারিক ইউসুফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিন আফ্রিকায় মৃত্যুবরন করেছেন। আব্দুল বারিক বাহুবল উপজেলার মিরপুর নতুন বাজারের ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্থানীয় বিহারীপুর গ্রামের মুত আলিম উল্লার পুত্র। বর্তমানে তার পরিবার পরিজন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিজগাও নিজস্ব বাসায় বসবাস করেছেন।
মোঃ আব্দুল বারিক ১৩ জুলাই সোমবার দক্ষিন আফ্রিকার রাজধানি ক্যাপটাউনে শ্বাসকষ্ট ও সর্দি জ্বর নিয়ে মৃত্যু বরণ করায় তার লাশ দেশে না দিয়ে পুলিশ প্রহরায় ওই দেশেই দাপন করা হয় বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি আফ্রিকা যাওয়ার আগে মিরপর নতুন বাজারে শাহজালাল রাইস মিলের মালিক ছিলেন। জীবিকার তাগিদে তিনি ২০০৯ সালে স্ত্রী দুই পুত্র এক কন্যাকে শায়েস্তাগঞ্জ ভাড়া বাসায় রেখে আফ্রিকাকা চলে যান। দুই বছর আগে শায়েস্তাগঞ্জ পৌরসভার নিজগাও এলাকায় জায়গা ক্রয় করে নিজস্ব বাড়ি করেন। বর্তমানে তার স্ত্রী সন্তান এখানেই বসবাস করছেন। তার মৃত্যুর খবরে শায়েস্তাগঞ্জ ও বাহুবলে শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad