শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুবৃত হয়। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকালে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান। উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, পৌর কাউন্সিলর রাসেল মতলিব তরফদার, পৌর স্বেচ্ছাসবকলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব। অন্যান্যদের বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না দেবরায়, প্রভাষক রাবেয়া বেগম, পারুল কুরাইয়া, রুবিনা বেগম, শেখ মনোয়ারা, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার পারভেজ আলাল, উপজেলা ছাত্রলীগ সম্পাদক শাকের আলী সজীব প্রমুখ।
অনুষ্ঠানে সকল শহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Posted ১০:০৩ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad